আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

পুরাতন নাম

Correct :

Wrong :

  • 1. ‘হেলভেটিয়া’ কোন দেশের পূর্ব নাম-  
  • 2. শ্যামদেশ বর্তমানে কি নামে পরিচিত?
  • 3. ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দরটি কোন দেশে অবস্থিত?
  • 4. গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন নাম?
  • 5. আন্দালুসিয়া যে দেশের পূর্বতন নাম-
  • 6. পারস্যের বর্তমান নাম কি?
  • 7. চীনের পুরাতন নাম কি?
  • 8. নামিবিয়ার পূর্ব নাম কি?
  • 9. মদিনা শরীফের পূর্ব নাম-
  • 10. ইস্তাম্বুলের পূর্ব নাম-
  • 11. ব্রাক্ষদেশ বর্তমানে কী নামে পরিচিত?
  • 12. কোন দেশ ‘শ্যামদেশ’ নামে পরিচিত?
  • ∎থাইল্যান্ড:

    থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এর সরকারি নাম তাইরাজ্য। এর বৃহত্তম শহর ও রাজধানীর নাম ব্যাংকক। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ-পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনও কোন ইউরোপীয় বা বিদেশী শক্তির নিয়ন্ত্রণে ছিল না। ১৭৮২ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ১৯৩২ সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু সামরিক ও বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়েছে। ১৯৩৯ সাল পর্যন্ত দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল। ঐ বছর এর নাম বদলে থাইল্যান্ড রাখা হয়। তবে ১৯৪০-এর দশকের শেষের দিকে আবারও একে শ্যামদেশ নামে ডাকা হত। ১৯৪৯ সালে দ্বিতীয়বারের মত থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয়।

  • 13. সেইন্ট পিটার্সবার্গ শহরের প্রাক্তন নাম কি?
  • 14. লেনিনগ্রেড শহরের বর্তমান নাম কি?
  • 15. হো চি মিন নগরের পূর্ববর্তী নাম কি ছিল?
  • 16. ফরমোজার বর্তমান নাম কি?
  • 17. ‘হল্যান্ড’ কোন দেশের পুরাতন নাম?
  • 18. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-
  • 19. জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো?
  • 20. ‘ডয়েচল্যান্ড’এর বর্তমান নাম কি?
  • 21. ‘হেলভেটিয়া’ কোন দেশের পূর্ব নাম?
  • 22. সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?
  • 23. কোন দেশটির পুরাতন নাম আবিসিনিয়া?
  • 24. ‘ইথিওপিয়া’ দেশের পূর্বতন নাম কি ছিল?
  • 25. হারারে এর পুরাতন নাম-
  • হারারে এর পুরাতন নাম--সলসবেরী.

  • 26. সলসবেরীর নতুন নাম কি?
  • 27. What was the former name of Srilanka?
  • 28. Nippon is the old name of -
  • 29. What was the former name of Japan?
  • 30. Which country is called as the Land of Maple Leaf?
  • 31. বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
  • 32. নীরব খনির দেশ কোনটি?
  • 33. পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে?
  • 34. ‘সিল্ক রুটের’ দেশ-
  • 35. পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি?
  • 36. নিন্মে কোন শহরটিকে ঝরনার শহর বলা হয়?
  • 37. Bagdad was known as-
  • 38. ‘বিগ আপেল’ বলা হয়-
  • 39. কোন শহরকে ‘মোটরগাড়ির শহর’ বলা হয়?
  • 40. City of flowering trees বলা হয় কোন শহরকে?
  • 41. City of Culture নামে খ্যাত শহর কোনটি?
  • 42. কোন দেশটিকে ‘সোভিয়েত ইউনিয়নের শস্যভান্ডার’ বলা হতো?
  • 43. স্বর্ণ নগরী বলা হয় কোন নগরটিকে?
  • 44. নিচের কোনটিকে  ইউরোপের রণক্ষেত্র বলা হয়?
  • 45. ‘ইউরোপের ককপিট’ বলা হয়-
  • 46. কোন দেশকে ইউরোপের প্লে গ্রাউন্ড বলা হয়?
  • 47. ইউরোপের দ্বার বলা হয়-
  • 48. চীনের দুঃখ বলে পরিচিত-
  • 49. চির সবুজের দেশ-
  • 50. বাজারের শহর বলা হয় কোন শহরকে?
  • 51. Which city is known as the pink city?
  • 52. ‘সমুদ্রের বধূ’ এই ভৌগলিক উপনামটি কোন দেশের?
  • 53. সকাল বেলার শান্তি বলা হয় কোনটিকে?
  • 54. কোনটি শ্বেতহস্তীর দেশ নামে পরিচিত?
  • 55. কোন দেশকে ধীবরের দেশ বলা হয়?
  • 56. নিষিদ্ধ দেশ বলা হয়-
  • 57. বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত?
  • 58. পবিত্র ভূমি কোনটিকে বলা হয়?
  • 59. কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
  • 60. সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটি?
  • 61. ‘উত্তরের ভেনিস’ বলা হয়-
  • 62. প্রাচ্যের ভেনিস কোনটি?
  • 63. আগুনের দ্বীপ বলা হয় -
  • 64. বাংলাদেশের প্রবেশদ্বার
  • 65. ভাটির দেশ বলা হয়
  • 66. পৃথিবীর চিনির আধার বলা হয়
  • 67. শান্ত সকালের দেশ
  • 68.   নিষিদ্ধি শহর বলা হয়-
  • 69. নিষিদ্ধ দেশ বলা হয়
  • 70.  বিশ্বের রুটির ঝুড়ি বলা হয়?
  • 71. ম্যাপল পাতার দেশ বলা হয়-
  • 72. ভূমিকম্পের দেশ বলা হয়
  • 73. সূর্য উদয়ের দেশ বলা হয়
  • 74. প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়
  • 75. হর্ন অফ আফ্রিকা বলা হয়-
  • 76. বাংলার ভেনিস কোনটি?
  • 77. সোনালি প্যাগোডার দেশ কোনটি?
  • 78. বজ্রপাতের দেশ কোনটি?
  • 79. ইউরোপের ক্রীড়াঙ্গন
  • 80. ইউরোপের সমর/রণক্ষেত্র
  • 81. সম্মেলনের শহর কোনটি?
  • 82. ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়
  • 83. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?  
  • ∎Thailand:

    Thailand officially the Kingdom of Thailand, formerly known as Siam, is a country at the centre of the Indochinese peninsula in Southeast Asia. With a total area of approximately 513,000 km2 (198,000 sq mi), Thailand is the world's 51st-largest country. It is the 20th-most-populous country in the world, with around 66 million people. The capital and largest city is Bangkok.

  • 84. জায়ারে এর বর্তমান নাম-    

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6889

Students

79846

Questions

150

Model Test